Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউ,ডি,সি কি

 

U D C 'র অর্থ হচ্ছে-

 

U- Union

D- Digital

C-Centre

 

ইউ,ডি,সি হচ্ছে এমন একটি অত্যাধুনিক তথ্য ও সেবাকেন্দ্র, যার উদ্দেশ্য হলো, তৃণমূল মানুষের দোরগোড়ায় তথ্যসেবা নিশ্চিত করা। ইউডিসি’তে উল্লেখযোগ্য সুবিধা সমূহের মধ্যে রয়েছে, খুব কম সময়ে ও কম খরচে দেশে-বিদেশে যোগাযোগ স্থাপনের জন্য ইন্টানেট সংযোগ,ইনফরমেশন সুপার হাইওয়ের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তের শত-সহস্র ওয়েব - সাইটে ব্রাউজ করে জ্ঞান-বিজ্ঞানের আদান-প্রদান করার সুবিধা, অফলাইন তথ্যভান্ডারে ভিডিও, অডিও, এনিমেশন এবং টেক্সট ফরম্যাটে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা,আইন ও মানবাধিকার, কর্মসংস্থান, বাজার, বিভিন্ন সরকারি ফরম প্রভৃতি বিষয়ক তথ্য ও সেবা, আরও থাকবে কম খরচে কম্পিউটারসহ বিভিন্ন দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষনের ব্যবস্থা এবং কম্পিউটার সংশ্লিষ্ট বাণিজ্যিক সেবা, যেমন-স্বল্প মূল্যে কম্পোজ, প্রিন্টিং, ফটোকপি, ফটোতোলা, স্ক্যানিং প্রভূতি সেবা।